প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৫ আগস্ট,,
বাংলাদেশের চলমান অস্থিরতার মধ্যে ত্রিপুরায় সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের গুজব থেকে সতর্ক থাকতে আহ্বান রাখল ত্রিপুরা পুলিশ। পশ্চিম জেলা পুলিশ সহ বিভিন্ন জেলার পুলিশের তরফে সামাজিক মাধ্যমে সর্তকতা জারি করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর সেই দেশে সেনাবাহিনীর শাসন জারি হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে নিরাপদে বের হয়ে ভারতের মধ্যে দিয়ে গোপন নিরাপদ ঠিকানায় রয়েছেন বলে খবর। কিন্তু সেই বিষয় সহ বাংলাদেশের একাধিক স্পর্শকাতর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। ছড়িয়ে পড়ছে অনাকাঙ্ক্ষিত গুজব এবং ভুল তথ্য। তাই জেলা পুলিশের তরফে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। সামাজিক মাধ্যমে যে কোন বিষয় শেয়ার করার আগে সঠিকভাবে তথ্য জেনে নিতে এবং ভুল তথ্য এবং গুজব থেকে বিরত থাকতে পুলিশের তরফে সর্তকতা জারি করা হয়েছে। সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়ালে পুলিশ আইনত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। সামাজিক মাধ্যমে ভুল তথ্য নিয়ে নিকটবর্তী থানায় অভিযোগ জানাতে পুলিশের তরফে বলা হয়েছে।