প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩০ নভেম্বর,,
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ইস্যুতে এবার করা বার্তা দিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশের যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর পারমাণবিক অত্যাচার চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশের ইস্যুতেই কেন্দ্রীয় সরকারের সাথে নিয়মিত কথাবার্তা বলা হচ্ছে। বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা যাতে কিছুতেই রাজ্যে প্রবেশ করতে না পারে তার জন্য রাজ্য পুলিশের ডিজিপির সাথেও মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। একটি অনুষ্ঠানে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়েই মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তন না হলে প্রয়োজনে তাদের সাথে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হবে।