প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৬ নভেম্বর,,
বাংলাদেশে আবার অনৈতিকভাবে গ্রেফতার করা হল আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকনের নেতা শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। সোমবার বিকেলে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশের গোয়েন্দা শাখা। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করছেন মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। কিন্তু এই অভিযোগ সত্য নয় বলে পাল্টা অভিযোগ তুলেছেন সেই দেশের সনাতন ধর্মীয় লোকজন । অভিযোগ অনৈতিকভাবে শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেফতার এর বিরুদ্ধে গোটা দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ সহ বিভিন্ন সামাজিক এবং বুদ্ধিজীবী সংগঠন এই ঘটনার প্রতিবাদ করছেন। বাংলাদেশে চিন্ময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে ভারতেরও তীব্র প্রতিবাদ শুরু হয়েছে। আমাদের রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এবং সামাজিক ব্যক্তিত্বরা বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদে সুচ্চার হয়েছেন। নিজের সামাজিক মাধ্যমে বাংলাদেশ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী সহ অনেক মন্ত্রী, বিধায়ক। তারা অবিলম্বে চিন্ময় প্রভুর নিঃশর্তে মুক্তির দাবী করেছেন।
চিন্ময় প্রভুকে বাংলাদেশে গ্রেফতারের ঘটনার প্রতিবাদে সারা বিশ্বের হিন্দু সহ সমস্ত ধর্মাবলম্বী যারা মানবতাবাদী ও হিংসার বিরুদ্ধে তাদের সবাইকে গর্জে ওঠার আহ্বান রেখেছেন বিধায়ক রতন চক্রবর্তী।
Recent Comments