সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৩ আগস্ট,,,
উপ নির্বাচনে বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভাজপা প্রার্থীর সমর্থনে ব্যাপক প্রচার চালাচ্ছেন বিজেপি নেতা তথা ছয় আগরতলা মন্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। বিজেপি দলের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত বিশ্বজিৎ রায়কে সাংসদ এবং মন্ত্রী-বিধায়কদের সঙ্গে বিস্তারকের দায়িত্ব দিয়েছেন দলের রাজ্য নেতৃত্ব। বিস্তারকের দায়িত্ব মাথায় নিয়ে উপনির্বাচনের ঝাঁপিয়ে পড়েছেন বিশ্বজিৎ রায়। ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রের ২২,২৩, ২৪ ,২৫ ,২৬নম্বর বুথে ঘর ঘর প্রচার করছেন তিনি। বিশ্বজিৎ বাবু বক্সনগর এলাকার নাগরিকদের অত্যন্ত পরিচিত মুখ। তার হাসিমুখ এবং মিষ্টি ব্যবহার এলাকার নাগরিকদের দলের প্রতি টানতে বিশেষভাবে প্রভাবিত করছে। তার আনুগত্যে এলাকার বহু সংখ্যক ভোটার বিরোধীদল ছেড়ে বিজেপি দলে যোগদান করছেন।
মঙ্গলবার বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেনের নেতৃত্বে বক্সনগরে একাধিক উঠান সভায় বক্তব্য রাখেন বিশ্বজিৎ রায়। তিনি বলেন মানুষ সিপিআইএমের বিভাজনের রাজনীতি ছুড়ে ফেলে দিয়েছে। মানুষজন বুঝে গেছেন প্রকৃত উন্নয়ন করতে পারে একমাত্র ভাজপা সরকার। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশের ধারা অব্যাহত রাখতে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করতে এলাকার ভোটারদের আহ্বান রাখেন। তিনি দাবি করেন এলাকার নাগরিকরা যেভাবে বিজেপি প্রার্থীকে সমর্থন করছে তাতে আগামী দিনে সিপিআইএমের জামানত জব্দ হতে পারে। বুধবার সকালে তিনি ২৬ নম্বর বুথে জনসম্পর্ক অভিযানে বের হন। সেখানে একটি নির্বাচনী বুথ অফিসের উদ্বোধন করেন এবং প্রার্থীর সমর্থনে মিছিল করেন।
বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে বিজেপি প্রার্থীর প্রচারে ব্যাপক জন সাড়া লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিনে উপনির্বাচনের দিনে বিজেপি ভোট বাক্সে এর ইতিবাচক প্রভাব থাকবে বলে তিনি দৃঢ় বিশ্বাস রেখেছেন।