Home ত্রিপুরার খবর আগরতলা খবর প্রয়াত প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার :মুখ্যমন্ত্রী ,প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ রাজনৈতিক নেতাদের শোক...

প্রয়াত প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার :মুখ্যমন্ত্রী ,প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ রাজনৈতিক নেতাদের শোক প্রকাশ।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১১ জানুয়ারি,,

বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিআইএম নেতা কেশব মজুমদার। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮৮ বছর। প্রাক্তন মন্ত্রীর প্রয়ানে শোক জ্ঞাপন করেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার , বিপ্লব কুমার দেব সহ মন্ত্রিসভা, বিধানসভার সদস্য এবং বামপন্থী নেতাকর্মীরা। কেশব মজুমদার ত্রিপুরা বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ছিলেন।

বামফ্রন্টের মন্ত্রিসভায় তিনি একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর পর মরদেহ বিধানসভা চত্বরে নেওয়া হয়। সেখানে প্রাক্তন মন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে সিপিআইএম পার্টি অফিসে মরদেহ নেওয়া হলে সেখানে শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বামপন্থী নেতৃত্ব।প্রসঙ্গত ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেশব চন্দ্র মজুমদার বৃহস্পতিবার (আজ) ভোর রাত আনুমানিক ৪টা নাগাদ আগরতলা স্থিত বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত কেশব চন্দ্র মজুমদার একসময় উদয়পুর রমেশ স্কুলে শিক্ষক ছিলেন। পরবর্তীকালে তিনি সক্রিয়ভাবে বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৭২সালে তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ।১৯৭৮সাল প্রথমবার তিনি কাকরাবন বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে হিসেবে নির্বাচিত হন। এরপর থেকে ২০০৮সালের বিধানসভা নির্বাচন অবদি এক নাগাড়ে বিধায়ক হিসেবে নির্বাচিত হন।১৯৯৮সাল থেকে ২০০৮সাল অবদি তিনি রাজ্য মন্ত্রী সভার সদস্য হিসেবে শিক্ষা, উচ-শিক্ষা, রাজস্ব,আবগারি,বিদ্যুৎ,বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর সহ নানা গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলেছিলেন।২০০৮সাল থেকে ২০১৩সাল অবদি তিনি রাজ্য যোজনা পর্ষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আজ ভোর রাতে তিনি পরলোকগমন করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version