প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২০ জুলাই,,
রাজ্যের প্রবীণ সাংবাদিক তথা দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক প্রয়াত হয়েছেন। প্রদীপ দত্ত ভৌমিকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ নেতা ,মন্ত্রী ,বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। একইভাবে সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিকের মৃত্যুতে শোক জানায় আগরতলা প্রেসক্লাব। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশন, ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরাম সহ সমস্ত সাংবাদিক সংগঠনগুলো। প্রদীপ দত্ত ভৌমিক দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন এবং দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই হাসপাতালেই রবিবার দুপুর নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রদীপ দত্ত ভৌমিকের মৃত্যুতে শোক জানিয়ে উনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।