সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৯এপ্রিল,,
পূর্ব ত্রিপুরা আসনের ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বর্মনের সমর্থনে নির্বাচনী সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার দক্ষিণ সোনাইছড়ি স্কুল মাঠে হয় এই নির্বাচনি সভা। সভায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী টিংকুড়ায় সহ উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেব বর্মন, সুবল ভূমি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কংগ্রেস সহ ইন্ডিয়া জোটকে অশুভ জোট বলে মন্তব্য করেন। সেই সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার যেভাবে সময়ের কথা বলে কংগ্রেসকে ভোটদানে নাগরিকদের আহ্বান করছেন তা নিয়ে আশ্চর্য প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে দেশের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে তৃতীয়বার মোদি সরকার গঠনে তিনি নাগরিকদের আহ্বান জানান। এদিনের এই সমাবেশকে কেন্দ্র করে জাতি জনজাতি অংশের ব্যাপক জনসমর্থন লক্ষ্য নিয়েছিল।
এই সভায় ১১৭পরিবারের ৩১২ জন ভোটার সি পি আই এম ও কংগ্রেস ছেড়ে এদিন বিজেপিতে যোগদান করেন