সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৮ মার্চ,,
পশ্চিম জেলায় একের পর এক ডাকাতির ঘটনায় আতঙ্কে রীতিমতো অস্থিরতা শুরু হয়েছে নাগরিক মহল। পুলিশ তদন্তের নামে গত কয়েকদিনে একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করলেও ডাকাতির ঘটনা থামছে না। গত শনিবার খয়েরপুর চাঁদপুরে ডাকাতির পর বৃহস্পতিবার রাতে পর পর ডাকাতি হল আড়ালিয়া এবং বলদাখাল এলাকায়। বলদাখালে সঞ্জয় পালের বাড়িতে এবং আড়ালিয়া মিহির দেবনাথের বাড়িতে বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। উভয় ক্ষেত্রেই পাঁচজনের ডাকাত দল ভয়ানক কায়দায় বাড়িতে ঢুকে ধারালো দা দিয়ে বাড়ির লোকেদের জিম্মি নেয়। পরে সর্বস্ব লুট করে পালিয়ে যায়। আড়ালিয়াতে এক বয়স্ক ব্যক্তি ডাকাত দলের প্রতিরোধ করার চেষ্টা করলে তাকে দা দিয়ে কুপিয়ে আহত করা হয়।
ডাকাত দলের হামলায় আহত মিহির দেবনাথ।
আড়ালিয়ার যে বাড়িতে ডাকাতি হয়েছে সেই ঘটনাস্থল পূর্ব আগরতলা থানার অন্তর্গত। অন্যদিকে বলদাখালের ঘটনা বোধজঙনগর থানার অন্তর্গত।
উভয় ঘটনাতে পাঁচ জনের ডাকাত দল মুখে গামছা বেঁধে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে পড়ে বলে অভিযোগ। বাড়ির লোকদের গলায় ধারালো দা ধরে ঘরের সর্বস্ব লুট করে নিয়ে যায়। মিহির দেবনাথ প্রতিরোধ করতে গেলে ডাকাত দল তাকে কুপিয়ে আহত করে। বৃহস্পতিবার রাতের ঘটনার পর শুক্রবার ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার। পুলিশ পশ্চিম জেলার সমস্ত থানাকে সেই ডাকাত দলের বিরুদ্ধে রীতিমতো হাই এলার্ট জারি করেছে। জেলা পুলিশ বিশেষ টিম তৈরি করে এই ঘটনার তদন্ত করতে চাইছে বলে জানা গেছে। প্রসঙ্গত দুই বছর আগেও পশ্চিম জেলাতে ধারাবাহিক ডাকাতি হয়েছিল। একই কায়দায় মুখে গামছা বেঁধে ডাকাত দল বাড়িতে ঢুকে লোকেদের গলায় দা ধরে সর্বস্ব লুট করে নিয়ে যেত। সেই ঘটনাতে তৎকালীন সময়ে পুলিশ কোন সাফল্য দেখাতে পারেনি।