সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৭ মার্চ,,
রাম নির্দিষ্ট কোন ধর্মের নয় , রাম হলেন সুশাসনের প্রতীক। রাম বিশ্বাসের প্রতীক, সম্প্রীতির প্রতীক।মোদিজীর বিকশিত ভারতে জাতপাতের কোনো ভেদাভেদ নেই। জাতপাতের নাম করে ২৫ বছর এলাকার উন্নয়ন পিছিয়ে রাখা হয়েছিল। মোদিজীর সুশাসনে সব অংশের মানুষ উন্নয়নের সুবিধা পাচ্ছেন। বুধবার শহরতলীর পশ্চিম নোয়াবাদীতে গাউছিয়া সমিতির উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ এবং দোয়ার মাহফিলে এই বক্তব্য রাখেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে বিধায়ক রতন চক্রবর্তী নিজের বিধায়ক উন্নয়ন তহবিলের খরচায় পশ্চিম নোয়াবাদী কবরস্থানে তৈরি করা যাত্রী শেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পশ্চিম নোয়াবাদী গাউছিয়া সমিতি এবং মুসলিম যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এলাকার হিন্দু-মুসলিম উভয় অংশের লোকেদের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসীমউদ্দীন, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফশ্বর আলী ।