সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২০ ফেব্রুয়ারি,,
অবশেষে পরিচয় শনাক্ত হলো বোধজঙনগর থানার কান্তা কোবড়া এলাকায় উদ্ধার হওয়া পচা গলা কঙ্কালসার মৃতদেহের। মৃত যুবকের নাম তুহিন মিয়া ওরফে মতি। ২৩ বছর বয়সের তুহিন মিয়ার বাড়ি রাজধানীর অভয়নগর জগতপুর এলাকায়। কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবত সে রানির বাজার থানাধীন কালিকাপুরে মামার বাড়িতে থাকতো। সোমবার বোধজঙনগর থানার কান্তা কোবড়া এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি গোরস্থানে পচা গলা কঙ্কালসার মৃতদেহ উদ্ধার হয়েছিল তুহিন মিয়ার। সামাজিক মাধ্যমে খবর পেয়ে তুহিন মিয়ার মামা দুলাল মিয়া বোধজঙনগর থানায় যোগাযোগ করেন। পরে পুলিশের মদতে জিবি হাসপাতালের মর্গে গিয়ে মৃতের মা পোশাক, হাত-পায়ের অংশ এবং আনুষাঙ্গিক কিছু বিষয় দেখে মৃতদেহটি তুহিন মিয়ার বলে শনাক্ত করেন। দুলাল মিয়ার বিবরণ ২১ দিন আগে তুহিন মিয়া নিখোঁজ হয়েছিল। এই বিষয়ে পুলিশের কাছে জি ডি এন্ট্রি করা হয়েছিল। কিন্তু তুহিন মিয়ার কোন খোঁজ পাওয়া যায়নি। অবশেষে সোমবার তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রের দাবি তুহিন মিয়া মাদক আসক্ত ছিল। তাছাড়া সে ইনজেকশনে ড্রাগ নেওয়ার ফলে এইচআইভি পজেটিভ ছিল। কিন্তু তাঁর মৃত্যু কিভাবে হয়েছে এবং মৃতদেহ কিভাবে এডিসি এলাকার গোরস্থানে গেল তা নিয়ে কারো কাছে কোন তথ্য নেই। ফলে তুহিনের মৃত্যুর বিষয়টি রহস্য রয়ে গেছে। মৃতের পরিবার তুহিন মিয়ার মৃত্যুতে খুনের অভিযোগ এনে তদন্তের দাবী করেছেন।