Home ত্রিপুরার খবর নির্বাচনের মুখে বিশালগড়ে শাসক দলের বিপর্যয়! গ্রাম প্রধান সহ ১৯ জন কংগ্রেসে।

নির্বাচনের মুখে বিশালগড়ে শাসক দলের বিপর্যয়! গ্রাম প্রধান সহ ১৯ জন কংগ্রেসে।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,, ২৫ জুন,,

লোকসভা নির্বাচনের ফলাফলে কেন্দ্রে কংগ্রেসের নেতৃত্বে “ইন্ডিয়া” জোটের শক্তি বাড়তেই ত্রিপুরায় শাসক বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে বিরোধী কংগ্রেস দল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিশালগড়ে শাসক দল বিজেপিকে রীতিমতো বড় ধাক্কা দিল কংগ্রেস। বিশালগড় অরবিন্দ নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত প্রধান সহ ৫ পরিবারের ১৯ জন ভোটার বিজেপি ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে। মঙ্গলবার দুপুরে অরবিন্দনগর পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে তপন শিলের বাড়িতে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। দলবদলকারিদের নেতৃত্ব ছিলেন অরবিন্দ নগরের গ্রাম পঞ্চায়েতের দুই দুইবারের প্রধান মিরা দেবনাথ এবং তার স্বামী সঞ্জু দেবনাথ। এই দলবদল অনুষ্ঠানে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দেব বর্মন, জেলা কংগ্রেস সম্পাদক আরাফত ইকবাল, বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী সহ অন্যান্যরা।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

সঞ্জু দেবনাথ ২০১৪ সালে অরবিন্দ নগর পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বুথ সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি এলাকার প্রথম সারির বিজেপি নেতা হিসেবে পরিচিত ছিলেন। জেলা ওবিসি মোর্চার সদস্য সহ বিজেপির অনেক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। বিজেপির দুঃসময়ে তিনি দলের সামনের সারিতে থেকে তৎকালীন শাসকদলের অনেকে নির্যাতন সহ্য করেছেন। কিন্তু আজকে সুদিনে তিনি দলের কাছে অনেকটাই অবহেলিত। তিনি বলেন যারা দীর্ঘদিন যাবত সিপিআইএম এবং কংগ্রেস করেছে তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। তাতে করে দলে বিশৃঙ্খলতা এবং দুর্নীতি বেড়ে গেছে। এসব তিনি মেনে নিতে পারছেন না। তিনি বলেন বিশালগড়ে আগামী দিনে আরো অনেকে নেতাকর্মী বিজেপি ছাড়ার লাইনে রয়েছেন। তিনি হুমকি দিয়েছেন কংগ্রেস আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিশালগড়ের ১৩ টি পঞ্চায়েতেই জয়লাভ করবে। সেখানে ভরাডুবি হবে শাসকদল বিজেপির। পঞ্চায়েত নির্বাচনের আগে বিশালগড়ে শাসকদলের এই ধরনের বিপর্যয়ে বিধানসভা এলাকায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version