Home জাতীয় খবর নির্বাচনের আগে বড় ধরনের রাজনৈতিক ঝটকা! ইডির হাতে গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

নির্বাচনের আগে বড় ধরনের রাজনৈতিক ঝটকা! ইডির হাতে গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

0

সংবাদ প্রতিনিধি,,২১ মার্চ,,

আবগারি দুর্নীতি মামলায় অবশেষে গ্রেফতার করা হল রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে । বৃহস্পতিবার সন্ধ্যায় ইডির ১২ জনের এক প্রতিনিধি দল গিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে বলে জানা গেছে। এর আগে পরপর ৯ বার অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ই ডি। কিন্তু কোনবারই তিনি হাজিরা দিতে জাননি। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দিল্লি হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের আর্জি ফিরিয়ে দেয়। এরপরই তাঁর বাসভবনে ইডি হানা দেয়। তল্লাশি শেষে সন্ধ্যার পর তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর । লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর ইডির এই ধরনের পদক্ষেপে দেশে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনায় বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version