Home ত্রিপুরার খবর জেলার খবর নিজের জন্মদিনে সাফাই কর্মীদের শীতবস্ত্র বিতরণ; বিশালগড়ের বিধায়কের মানবিক কর্মসূচি

নিজের জন্মদিনে সাফাই কর্মীদের শীতবস্ত্র বিতরণ; বিশালগড়ের বিধায়কের মানবিক কর্মসূচি

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৩ নভেম্বর,,

বিধায়কের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র তুলে দেওয়া হল সাফাই কর্মী এবং রিকশা চালকদের মধ্যে। সোমবার বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেবের জন্মদিন। বিধায়কের জন্মদিন উদযাপন উপলক্ষ্যে বিশালগড় পুর পরিষদের সাফাই কর্মী, রিকশা চালকদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। বিধায়কের ব্যক্তিগত উদ্যোগে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় বিশালগড় বিজেপি মন্ডল কার্যালয়ে। বস্ত্র বিতরণের পাশাপাশি সবার জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন বিধায়ক।

এই বিষয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন যারা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছেন তাদের কাজের সম্মান জানানোর উদ্দেশ্যে এই ধরনের কর্মসূচি।পাশাপাশি সকলের আশীর্বাদ কামনা করেন তিনি । বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব এলাকার নাগরিকদের উন্নয়নের স্বার্থে কাজ করার পাশাপাশি নিজের মানবিকতা বোধে ব্যক্তিগত উদ্যোগে অনেক সামাজিক কাজ করে থাকেন। শীতের প্রাকলগ্নে নিজের জন্মদিনে সাফাই কর্মী এবং রিকশা চালকদের মধ্যে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে তিনি ফের একবার নিজের মানবদরদি মানসিকতার জনসম্মুখে তুলে ধরেছেন বলে নাগরিক মহলের অভিমত।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version