সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৩ জানুয়ার,,
২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপি ফের ক্ষমতায় এলে নরেন্দ্র মোদীই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদিকে ফের একবার প্রধানমন্ত্রী করতে দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে শাসক দল বিজেপি। বুধবার আগরতলায় ত্রিপুরা প্রদেশ বিজেপির সাংগঠনিক বৈঠকের শুরুতে এই কথা জানিয়েছেন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য। এদিন আগরতলা ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় সাংগঠনিক কার্যকারিনী বৈঠক। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রণকৌশল তৈরীর উদ্দেশ্যে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।
বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, একজন কেন্দ্রীয় নেতা,প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেব বর্মন সহ দলীয় বিধায়ক, মন্ত্রী থেকে শুরু করে সবকটি মোর্চার নেতৃত্ব। দলীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এদিনের বৈঠক শুরুর আগে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের জানান ডিসেম্বরের ২২ এবং ২৩ তারিখে দিল্লিতে দলের রাষ্ট্রীয় পদাধিকারীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ অন্যান্যরা । দিল্লির বৈঠকে লোকসভা নির্বাচনের আগে দলের কি করনীয় তা বুঝিয়ে দেওয়া হয়েছে। রাজ্যস্তরে এই বৈঠকের মধ্য দিয়ে সমস্ত নেতৃত্বকে দিল্লির নির্দেশ অনুসারে তাদের কাজ বুঝিয়ে দেওয়া হবে। রাজীব ভট্টাচার্য বলেন লোকসভা নির্বাচনে সংগঠন এবং সরকারের মূল লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের প্রধানমন্ত্রী করা। এই উদ্দেশ্যকে সামনে রেখে লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে যাতে বিজেপি প্রার্থীদের জয়ী করা যায় তার জন্য ঝাঁপিয়ে পড়েছেন দলীয় নেতাকর্মীরা। এই বৈঠকে সংগঠনকে আরো মজবুত করা সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।