Home ত্রিপুরার খবর দেশের ক্ষমতায় আসছে “ইন্ডিয়া জোট” ! লাভবান হওয়ার পরিকল্পনায় বৈঠক রাজ্য কংগ্রেসের।

দেশের ক্ষমতায় আসছে “ইন্ডিয়া জোট” ! লাভবান হওয়ার পরিকল্পনায় বৈঠক রাজ্য কংগ্রেসের।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৫ এপ্রিল,,

” ইন্ডিয়া” জোটের নেতৃত্বে সারা দেশেই ফলাফল ভালো হবে বিরোধীদলের। দেশের ক্ষমতায় আসছে “ইন্ডিয়া জোট”। জোট ক্ষমতাসীন হলে রাজ্যেও যাতে সাংগঠনিকভাবে কংগ্রেস দল লাভবান হতে পারে তার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন ত্রিপুরা কংগ্রেস দলের নেতৃত্ব। রবিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে ভোট পরবর্তী সাংগঠনিক বৈঠকের পর এই কথা জানিয়েছেন প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা। আশীষ বাবু বলেন প্রদেশ কংগ্রেস কমিটির সমস্ত কার্য্যকরী সদস্য, সমস্ত শাখা সংগঠনের প্রধান, জেলা সভাপতি, ব্লক সভাপতিদের নিয়ে এই ভোট পরবর্তী সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ব্লক ভিত্তিক দলের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। ব্লক সভাপতিদের কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। আগামী দিনে দেশে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার পর রাজ্যেও কংগ্রেস দল কিভাবে সাংগঠনিকভাবে লাভবান হতে পারে তা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

একইভাবে আশীষ কুমার সাহা বলেন আগামী দিনের গণনায় রাজ্যের ১৮টি ভোট গণনা কেন্দ্রেই কংগ্রেস দল এবং ইন্ডিয়া জোটের কাউন্টিং এজেন্টরা থাকবেন। জনগণের ভোট যেটা ভোট বাক্সে বদলি হয়েছে তার পূর্ণ মর্যাদা দিয়ে কাউন্টিং এজেন্টরা ভোট গণনা কেন্দ্রগুলিতে থাকবেন। এদিনের এই সাংগঠনিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সহ উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায়, প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাঙখল, অশোক দেববর্মন, অশোক বৈদ্য, মনিদ্র রিয়াং, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য প্রদেশ নেতৃত্বগণ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version