Home ত্রিপুরার খবর দু-তলার ছাদ থেকে পড়ে টি এস আর জোয়ানের মৃত্যুতে সন্দেহ !

দু-তলার ছাদ থেকে পড়ে টি এস আর জোয়ানের মৃত্যুতে সন্দেহ !

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, কৈলাশহর,, ৮ মে,,

পুলিশ লাইনে ছাদের উপর থেকে পরে মৃত্যু হল এক টিএসআর জোয়ানের । মৃত জোয়ানের নাম মাইকেল বেনা। তাঁর বাড়ি উত্তর প্রদেশ গাজিয়াবাদ । তিনি টি এস আর অষ্টম বাহিনীর রাইফেলম্যান ছিলেন। ত্রিপুরার ঊনকোটি পুলিশ লাইনে তাঁর ডিউটি ছিল। মঙ্গলবার সকালে পুলিশ লাইনে ছাদের উপর মোবাইলে কথা বলতে গিয়ে অসতর্কতা বসত পা পিছলে তিনি দু -তলার উপর থেকে পড়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখানে তিনি গুরুতর আঘাত পান। এম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা দেয়। পরবর্তীকালে তাঁর দেহ পাঠানো হয় আগরতলা জিবি হাসপাতালে ময়নাতদন্তের জন্য। এই ঘটনায় বিভিন্ন মহলে কিছুটা সন্দেহ রয়েছে। অভিযোগ দীর্ঘদিন যাবৎ জোয়ান বাড়ি যেতে চাইছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনের বাহানায় গত ৬ মাস যাবত তাঁকে ছুটি দিচ্ছিলেন না কমান্ডান্ট। বিষয়টি নিয়ে জোয়ান কিছুটা মানসিক চাপে ছিল। মানসিক চাপে তিনি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version