Home ত্রিপুরার খবর আগরতলা খবর দুর্গত সাংবাদিকের পাশে আইনজীবী; মানবিকতার অনন্য নজির দেবদাস বক্সীর।

দুর্গত সাংবাদিকের পাশে আইনজীবী; মানবিকতার অনন্য নজির দেবদাস বক্সীর।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১১ সেপ্টেম্বর,,

বন্যা দুর্গত ত্রিপুরায় মানবিকতার এক অনন্য নজির তৈরি করছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সী। বন্যা পরিস্থিতির শুরু থেকেই দেবদাস বাবু বিভিন্নভাবে দূর্গতদের ত্রাণ সাহায্য করছেন। এবার তিনি এক সাংবাদিকের কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিলোনিয়ার সুপরিচিত সাংবাদিক প্রতাপ দেববর্মার মা দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত রয়েছেন। এর মধ্যেই সাম্প্রতিক বন্যায় ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাংবাদিক প্রতাপ দেববর্মার পরিবার। কঠিন সময়ে রীতিমতো অসহায় হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। সাংবাদিকের এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন আইনজীবী দেবদাস বক্সী। বিশেষ আমন্ত্রণ জানিয়ে আইনজীবী দেবদাস বক্সী নিজের বরদোয়ালী মধ্যপাড়া বাড়িতে ডেকে আনেন সাংবাদিক প্রতাপ দেববর্মাকে। সাংবাদিকের হাতে তুলে দেন সাধ্যমত আর্থিক সাহায্য । শুধু তাই নয় সাংবাদিক প্রতাপ দেববর্মার মেয়ের শিক্ষা সামগ্রীর খরচ দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছেন আইনজীবি দেবদাস বক্সী । পাশে থাকার বার্তা পেয়ে সাংবাদিক প্রতাপ দেববর্মা ধন্যবাদ জানান আইনজীবি দেবদাস বক্সীকে । অন্যদিকে বন্যা দুর্গত ত্রিপুরায় একজন আইনজীবী সাংবাদিকের পাশে দাঁড়ানোর ঘটনায় বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version