প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩০ অক্টোবর,,
দীপাবলির প্রাক মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা তথা ডিএ ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ১ নভেম্বর ২০২৪ থেকে এই ৫ শতাংশ ডিএ কার্যকর করা হবে। বুধবার রাজ্য সচিবালয়ে মুখ্যমন্ত্রীর পৌরহিত্তে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে ডি এ-র বৈষম্য কম করার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীর সদিচ্ছাতে এদিন ৫ শতাংশ ডিএ ঘোষণা করার ক্যাবিনেট সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজ্যের কর্মচারীদের এই ৫ শতাংশ ডিএ দিতে গিয়ে সরকারের কোষাগার থেকে প্রতিবছর অতিরিক্ত ৫০০ কোটি টাকা খরচ হবে বলে মন্ত্রী দাবি করেছেন। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের বর্তমানে ৫৩ শতাংশ ডি এ দিচ্ছে। অন্যদিকে ত্রিপুরা সরকার আগে ২৫ শতাংশের পর বুধবার(আজকে) ঘোষিত ৫ শতাংশ ডি এ সহ ৩০ শতাংশ ডিএ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে এখনো কেন্দ্রীয় কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের ডিএ বৈষম্য থাকছে ২৩ শতাংশ। এ নিয়ে কর্মচারীদের একাংশ প্রাণ খুলে আনন্দ করতে পারছেন না। অন্যদিকে দীপাবলীর আগে এই ৫ শতাংশ ডিএ-কে রাজ্য সরকার কর্মচারীদের উদ্দেশ্যে দীপাবলীর উপহার বলে ঘোষণা করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই ডি এ-র সিদ্ধান্ত ছাড়াও এদিন রাজ্য মন্ত্রিসভায় ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনী তথা টি এস আর জোয়ানদের জন্য রেশন খরচ বৃদ্ধি সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
