Home ত্রিপুরার খবর জেলার খবর দা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা! এক যুবকের রহস্যজনক মৃত্যু কৈলাশহরে।

দা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা! এক যুবকের রহস্যজনক মৃত্যু কৈলাশহরে।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, কৈলাশহর,, ২ মে,,

দা দিয়ে নিজের গলা কেটে এক যুবকের আত্মহত্যার ঘটনার খবরকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে কৈলাশহর ছনতৈল ৩ নং ওয়ার্ড এলাকায়। মৃত যুবকের নাম রমাকান্ত মিত্র (৩৮)। বৃহস্পতিবার সকালে তাঁর নিজের ঘরে গলা কাটা অবস্থায় তাঁকে দেখতে পান পরিবারের লোকজন। খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল বিভাগে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছান দমকল কর্মীরা। দমকল কর্মীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের লোকেদের বিবরণ বুধবার রাত থেকে রমাকান্ত দে কিছুটা অস্থির ছিল এবং মানসিক রোগীর মতো উন্মাদ আচরণ করছিল। রাতে ঘরের মধ্যে সে নিজে দা দিয়ে নিজের গলা কেটে ফেলে বলে পরিবারের লোকেদের দাবি। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছেন। প্রসঙ্গত রমাকান্ত মিত্র অবিবাহিত যুবক। পেশাগত ভাবে সে গাড়িচালক। ইতিপূর্বে সে কোন ধরনের মানসিক রোগাক্রান্ত হয়নি এবং এই ধরনের উন্মাদ আচরণ করেনি বলে পরিবারের লোকেদের বিবরণ। হঠাৎ করে কেন সে মানসিকভাবে অস্থির হল এবং এই ধরনের ভয়ানক কায়দায় নিজের গলা নিজে কেটে আত্মহত্যার পথ বেছে নিল তা না নিয়ে রীতিমতো রহস্য তৈরি হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version