Home জাতীয় খবর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যে ‘আগাম বর্ষা’।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যে ‘আগাম বর্ষা’।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩০ মে,,

ঘূর্ণিঝড় “রেমাল”-র প্রভাবে এ বছর দেশে শুরু হয়ে গেল আগাম বর্ষা। জুনের পরিবর্তে মে মাসের ৩০ তারিখেই কেরালা উপকূলে মৌসুমী বায়ু ধাক্কা দিয়েছে এবং এর প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। একইভাবে উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা সহ কিছু রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার পর আনুষ্ঠানিকভাবে বর্ষা মরসুমের ঘোষণা দিয়েছে আবহাওয়া দপ্তর।

নির্ধারিত সময়ের প্রায় এক সপ্তাহ আগে ত্রিপুরায় এবার বর্ষা মরসুমের সূচনা হলো। বৃহস্পতিবার ৩০মে ত্রিপুরায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের পর আনুষ্ঠানিকভাবে বর্ষা মরসুম ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর। প্রসঙ্গত দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে জুন থেকে শুরু হয় বর্ষা মরসুম। জুন, জুলাই ,আগস্ট ,সেপ্টেম্বর রাজ্যে এই চার মাস বর্ষা মরসুম। মৌসুমী বায়ুর আগমনে স্বাভাবিকত জুনের প্রথম সপ্তাহে দেশে বর্ষা মরসুমের সূচনা হয়। উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরায় বর্ষ মরসুম শুরু হতে জুনের ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত সময় লাগে যায়। গত বছরও জুনের ১০ তারিখ ত্রিপুরাতে বর্ষা মরসুম সূচনা হয়েছিল। কিন্তু এ বছর প্রায় ১১ দিন এগিয়ে ৩০ মে তারিখেই মৌসুমী বায়ুর প্রবাহে বর্ষা মরসুমের ঘোষণা দিল আবহাওয়া বিভাগ। মৌসুমী বায়ুর প্রভাবে আগামী দু এক দিন রাজ্যের বিভিন্ন স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version