সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১০ ডিসেম্বর ,,
ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল সরকারি অতিথি হিসেবে দুদিনের জন্য ত্রিপুরায় আসছেন তিনি। এদিনই ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সৌরভ গাঙ্গুলীর সাথে যাবতীয় সরকারি চুক্তি পত্র আদান-প্রদান হবে। রবিবার গীতাঞ্জলি অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে সরকারি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য পর্যটন দপ্তরের সচিব এবং অধিকর্তা।
মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি গুলির মধ্যে অন্যতম হলো ত্রিপুরার পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরা। সেই লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক স্বরূপ গাঙ্গুলীকে। অনেকদিন ধরেই এই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে দুই পক্ষের মধ্যে চূড়ান্ত আলোচনার পর সোমবার সরকারিভাবে দুদিনের জন্য ত্রিপুরায় আসছেন সৌরভ গাঙ্গুলী। এদিন সন্ধ্যার বিমানে সৌরভ গাঙ্গুলী নিজের টিম সহ আগরতলা বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে রাজ্য সরকারের আধিকারিকরা উনাকে স্বাগত জানাবেন।
বিমানবন্দরে অবতরণের পর তিনি যাবেন আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে। সেখানে আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা পর্যটন নিগমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে ত্রিপুরা পর্যটন দপ্তরের চুক্তির আদান-প্রদান হবে। সেখানে আগরতলা পুর নিগমের মেয়র সৌরভ গাঙ্গুলীকে সংবর্ধনা দেবেন। পরে তিনি মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন।এছাড়াও ত্রিপুরাতে থাকাকালীন সময়ে অমরপুরে ছবি মুড়াতে যাবেন সৌরভ গাঙ্গুলী। সেখানে তিনি শুটিং করবেন। সৌরভ গাঙ্গুলীর শুটিং হবে আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের সামনেও। সৌরভ গাঙ্গুল আগামীকাল থেকে দুদিন ত্রিপুরা সরকারের অতিথি হিসেবে রাজ্যে অবস্থান করবেন বলে মন্ত্রী জানিয়েছেন।