Home ত্রিপুরার খবর আগরতলা খবর ত্রিপুরা পরিবহন দপ্তরে নতুন অধ্যায়; মন্ত্রীর হাত ধরে চালু হলো নগদহীন লেনদেনের...

ত্রিপুরা পরিবহন দপ্তরে নতুন অধ্যায়; মন্ত্রীর হাত ধরে চালু হলো নগদহীন লেনদেনের পরিষেবা

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৭ নভেম্বর,,
ত্রিপুরা পরিবহন দপ্তরে চালু হলো নগদহীন লেনদেনের সুবিধা। আগরতলা সহ রাজ্যের আট জেলাতে পরিবহন দপ্তরের অফিসগুলোতে এখন নগদের পরিবর্তে ই- লেনদেন চলবে। কিউআর কোড স্ক্যান সহ এটি এম কার্ড এবং অনলাইন ট্রানজেকশন এর মাধ্যমে পরিবহন দপ্তরের সমস্ত কাজে টাকা লেনদেন হবে। মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবহন দপ্তরে ক্যাশলেস অর্থাৎ নগদহীন পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা। সচিবালয়ে বসেই এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আট জেলার পরিবহন দপ্তর অফিস গুলিতে এই ব্যবস্থাপনার সূচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই পরিষেবায় এখন থেকে পরিবহন দপ্তরের কার্যালয়ে নগদে কোনো লেনদেন হবে না। সমস্ত লেনদেন চলবে ই -অর্থাৎ অনলাইন পদ্ধতিতে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version