আগরতলা,,১৪ ডিসেম্বর,,
ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তর এবং এসোসিয়েশন অফ ডোমেস্টিক ট্যুর অপারেটর অফ ইন্ডিয়া-র উদ্যোগে শনিবার আগরতলায় অনুষ্ঠিত হলো ট্যুর ও ট্রাভেল অপারেটর মিট। রাজধানীর গীতাঞ্জলি অতিথিশালায় আয়োজিত এই মিটে দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত ট্যুর অপারেটররা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন এবং রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে তাদের সহযোগিতা এবং গুরুত্বের কথা তুলে ধরেন। ত্রিপুরার সৌন্দর্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে এবং ত্রিপুরার অফুরন্ত সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশের পর্যটকদের কাছে নিয়ে আসতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন পর্যটন ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে অন্যতম প্রধান ভূমিকা পালন করে ট্যুর ও ট্রাভেল অপারেটররা। এই টোর এন্ড ট্রাভেলসের সাফল্যের মধ্য দিয়ে কর্মসংস্থান এবং বিনিয়োগের সম্ভাবনা প্রবল রয়েছে।