আগরতলা,, ৭ ফেব্রুয়ারি,,,
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার ত্রিপুরায় আসেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি। সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আগরতলা বিমানবন্দরে মমতা ব্যানার্জিকে স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।
পরে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি সোজা চলে যান উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখানে মায়ের পূজা শেষ করে তারা সড়ক পথে আগরতলায় ফিরে আসেন। রাস্তায় একটি বাজারে সাধারণ নাগরিকদের সাথে কথা বলে তাদের আর্থসামাজিক অবস্থার কথা খোঁজ নেন বঙ্গের মুখ্যমন্ত্রী। সেই সময়ে তিনি একটি টিফিনের দোকানে ঢোকেন এবং ময়দা রুটি বানান। নিজের স্বতঃস্ফূর্ত স্বভাবসুলভ আচরণের মধ্য দিয়ে তিনি সহজেই উপস্থিত নাগরিকদের মন কেড়ে নেন। মঙ্গলবার মমতা ব্যানার্জি নেতৃত্বে আগরতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নিয়ে একটি পদযাত্রা এবং রবীন্দ্র ভবনের সামনে একটি পথসভার আয়োজন রয়েছে।