সংবাদ প্রতিনিধ,, আগরতলা,,১৪ ডিসেম্বর,,রাজ্য সরকারের ১৪ জন সিভিল সার্ভিস আধিকারিক প্রমোশন পেয়েছেন আইএএস তথা ভারতীয় সিভিল সার্ভিস আধিকারিক হিসেবে। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ভারত সরকারের অবর সচিব এস কে চৌরাসিয়া র স্বাক্ষর সম্মিলিত এই জাতীয় একটি নির্দেশ প্রকাশিত হয়েছে।

নির্দেশ অনুযায়ী ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তিনটি পৃথক তালিকায় ত্রিপুরার মোট ১৪ জন সিভিল সার্ভিস আধিকারিকের প্রমোশন তালিকায় নাম রয়েছে। টিসিএস থেকে আইএএস-এ হিসেবে মনোনীত রাজ্যের আধিকারিকদের মধ্যে রয়েছেন ডিকে চাকমা, রতন বিশ্বাস, রাখি বিশ্বাস, তপন কুমার দাস, এস মগ, কুন্তল দাস, তমাল মজুমদার ,নির্মল অধিকারী, মুসলেম উদ্দিন আহমেদ , শংকর দেবনাথ ,উত্তম মন্ডল, ইউ জে মগ, সঞ্জয় চক্রবর্তী এবং রঞ্জিত দেববর্মা।