সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২২ নভেম্বর,,
আগরতলা সাব্রুম জাতীয় সড়কের জুলাই বাড়িতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। দ্রুতগামী বাইক এবং লরির সঙ্গে ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। লরির সঙ্গে ধাক্কা খেয়ে বাইকসহ ওই যুবক রাস্তার পাশে ছিটকে পড়ে। দ্রুতগতিতে রাস্তার সঙ্গে বাইকের সংঘর্ষে পেট্রোল ট্যাংকার ফেটে আগুন ধরে যায় ।

ঘটনাস্থলেই জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যায় ওই যুবক। মৃত যুবকের নাম সাগর নন্দী(১৯)। বাইখোড়া থানা এলাকাতে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দমকল ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে মৃতদেহ মর্গে পাঠায়। তরুণ যুবকের এই নির্মম পরিণতিতে প্রত্যক্ষদর্শীরা শোকাহত হয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং লরিটিকে আটক করেছে।