Home ত্রিপুরার খবর আগরতলা খবর ঘোষণা অনুযায়ী কাজ ত্রিপুরা সরকারের খাদ্য দপ্তরের ; লক্ষ্মী পূজার আগেই রেশনে...

ঘোষণা অনুযায়ী কাজ ত্রিপুরা সরকারের খাদ্য দপ্তরের ; লক্ষ্মী পূজার আগেই রেশনে পাওয়া যাচ্ছে সরকারি ন্যায্য মূল্যে ভোজ্য তেল

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৭ অক্টোবর,,
লক্ষী পূজার প্রাক লগ্নে সরকারি ন্যায্য মূল্যের দোকানে চালু হয়ে গেল ভর্তুকি মূল্যে ভোজ্য তেল সরবরাহ। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে সরকারী ন্যায্য মূল্যের দোকানে আনুষ্ঠানিকভাবে সরকারি ভর্তুকি মূল্যে ভোজ্য সরিষার তেল পাওয়া যাচ্ছে। সরকারি ন্যায্য মূল্যের দোকানে সরিষার তেল সরবরাহের অঙ্গ হিসেবে এদিন রাজধানী আগরতলার কয়েকটি ন্যায্য মূল্যের দোকানে উপস্থিত ছিলেন খোদ খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী নিজের হাতে সরকারী ভর্তুকি মূল্যে সঠিক গুণমান সম্পন্ন ভোজ্য তেল ভোক্তাদের হাতে তুলে দেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, শারদোৎসবের প্রাক্কালে রাজ্যের সহজ-সরল জনগণকে বিভ্রান্ত করতে ময়দানে নেমেছিল উন্নয়নের বিরোধী, রাজনৈতিকভাবে দেউলিয়া এবং নেতিবাচক মানসিকতার একটি চক্র। বিভিন্নভাবে তারা জনগণকে বিভ্রান্ত করেছিল। তিনি সবাইকে আশ্বস্ত করে আজ আবারও বলেন, আগামী দীপাবলী উৎসবের আগে রাজ্যের প্রত্যেকটি রেশন শপের মাধ্যমে ভোক্তারা তাদের সরকারী ভর্তুকি মূল্যে প্রাপ্য সরিষার তেল হাতে পেয়ে যাবেন।


আজকের এই আয়োজনে খাদ্য মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, অতিরিক্ত অধিকর্তা অনিমেষ_দেববর্মা, বিভিন্ন ন্যায্য মূল্যের দোকানের অধীন ভোক্তা সহ সংশ্লিষ্ট ন্যায্য মূল্যের দোকানের ডিলারগণ ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version