প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৭ জুলাই,,
পণের দাবিতে গৃহবধূকে নির্যাতন করে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ উঠল এক সরকারি কর্মচারী স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। মৃত গৃহবধুর নাম পুনম মজুমদার (২৪)। স্বামীর নাম রাজীব দেব। রাজীব দেব সরকারি কর্মচারী এবং আদালতে কর্মরত রয়েছেন। তাদের বাড়ি সোনামুড়া রবীন্দ্রনগরে। পুনম মজুমদারের বাপের বাড়ি উদয়পুরে। মৃত পুনমের মায়ের অভিযোগ বিয়ের পর থেকেই রাজীব দেবের পরিবারের পনের চাহিদা বাড়তে থাকে। ছেলে সরকারি কর্মচারী হওয়ায় দুদিন পর পর তারা পনের দাবি জানাতো এবং নির্যাতন করত।
বর্তমানে পুনমের আড়াই বছরের একটি ছেলে রয়েছে। কিন্তু তারপরও তার ওপর নির্যাতন কমতো না। স্বামীর বাড়ির শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে পুনম শুক্রবার শ্বশুরবাড়িতে বিষ পান করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে মহাকুমা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে আনা হয়েছিল। জিবি হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় পুনমের মৃত্যু হয়। তাঁর সাথে মৃত্যুর পর স্বামী এবং শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে আত্মহত্যা বাধ্য করার অভিযোগ করেছেন পরিবারের লোকজন। এমনকি কোন মেয়ের মৃতদেহ দেখতে তাঁর আড়াই বছরের ছেলে সন্তানকে হাসপাতালে আনেনি শ্বশুর বাড়ির লোকেরা। শ্বশুরবাড়ির কোন লোক কোন মায়ের মৃতদেহ দেখতে আসেনি বলেও অভিযোগ। সরকারি কর্মচারী পরিবারের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে।