প্রতিধ্বনি প্রতিনিধি,, উদয়পুর,, ৬ মে,,
গভীর রাতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হলো পরপর সাতটি দোকান। রবিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা উদয়পুর কাঁকড়াবন হাসপাতাল চৌমুহনী ইচাছড়া এলাকায় । স্থানীয় বাজারে রাতের বেলা কোনভাবে আগুন লাগে। সেই আগুনে বাজারের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীরা রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার কয়েক ঘন্টা পরে এই আগুনের সূত্রপাত হয়েছিল। ব্যবসায়ীদের বিবরণ বাজারের আশেপাশের লোকজন আগুন দেখার পরই তাদের খবর জানান। ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে যান । খবর দেওয়া হয় কাঁকড়াবন স্থিত অগ্নি নির্বাপক দপ্তরে।খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসতে দীর্ঘক্ষণ সময় লাগায় বলে অভিযোগ। এই সময়ের মধ্যে পরপর সাতটি দোকান আগুনে পুড়ে রীতিমতো ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে মুদির দোকান ,মোবাইল মেরামতের দোকান,পানের দোকান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান।ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০/৮০ লক্ষ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যদি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসতো তাহলে এই বিশাল ক্ষয়ক্ষতির রক্ষা করা যত। কিন্তু তা হয়নি। ঘটনাস্থলে অনেকক্ষণ পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যাওয়ায় উত্তেজিত জনতা দমকল ইঞ্জিনে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। খবর লেখা পর্যন্ত এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।