প্রতিধ্বনি প্রতিনিধি,, তেলিয়ামুড়া,, ২৮ এপ্রিল,,
শনিবার বিকেলে খোয়াই নদীর জলে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন দীপক দাস। রবিবার ভোরে দীপক দাসের ভাসমান মৃতদেহ উদ্ধার হয় খোয়াই নদীর জলে চাকমাঘাটের নৌকা ঘাটে। রবিবার ভোরে এন.ডি.আর.এফ, তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তর এবং মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবেলা দলের দীর্ঘ প্রচেষ্টায় উদ্ধার করা হয় দীপক দাসের ভাসমান মৃতদেহ’টি।

মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রসঙ্গত প্রচন্ড গরমের হাত থেকে রক্ষা পেতে শনিবার খোয়াই নদীর জলে স্নান করতে গিয়েছিলেন ৪৫ বছর বয়সে দীপক দাস। তারপরও তিনি নিখোঁজ হয়ে যান। তিনি জলে ডুবে মারা গেছেন নিশ্চিত হওয়ার পর রাতভর নদীর জলে দেহ তল্লাশি করে এনডিআরএফ সহ অগ্নি নির্বাপক দপ্তর এবং মহকুমা প্রশাসনের উদ্ধারকারী দল। কিন্তু রাতে তাঁর দেহ উদ্ধার হয়নি। রবিবার সকালে মৃতদেহ উদ্ধারে পরিবার সহ স্থানীয় মহলে শোকের ছায়া রয়েছে।