প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৫ মে,,
খয়েরপুর বিধানসভা কেন্দ্রে পরপর দুদিনে দুই দলীয় কর্মীর মৃত্যুতে শোক জানালেন বিধায়ক রতন চক্রবর্তী। সোমবার সকালে খয়েরপুর বিধানসভা কেন্দ্রের পশ্চিম নোয়াবাদী লাড্ডু চৌমুনিতে বিজেপির পৃষ্ঠা প্রমুখ বাবুল মিয়ার অকাল প্রয়াণ হয়। খবর পেয়ে বাবুর মিয়ার বাড়িতে ছুটি যান বিধায়ক রতন চক্রবর্তী। তিনি বাবুল মিয়ার মরদেহে শেষ শ্রদ্ধা জানান। বিধায়ক সহ উপস্থিত ছিলেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল সহ আশীষ মজুমদার, দেবব্রত সেন, পাণ্ডব আলি সহ অন্যান্যরা।
ছবি: প্রয়াত বাবুর মিয়ার শেষকৃত্যে বিধায়ক সহ দলীয় নেতৃত্ব
সোমবার রাতেই জিবি হাসপাতালে মৃত্যু হয় রানির বাজার কালিনগর এলাকার বিজেপির একনিষ্ঠ কর্মী নূর মোহাম্মদ চৌধুরীর। নূর মোহাম্মদ চৌধুরী পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে একটি দ্রুতগামী বাইক ধাক্কা দিয়ে গুরুতর আহত করেছিল। টানা কয়েকদিন জিবি হাসপাতালের চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে উনার মৃত্যু হয়। মঙ্গলবার প্রয়াত নূর মোহাম্মদ চৌধুরীর বাড়িতে গিয়ে মরদেহে দলীয় পতাকা দিয়ে শ্রদ্ধা জানান বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।
ছবি: প্রয়াত নূর মোহাম্মদের মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন বিধায়কের
রানির বাজার কালিনগরে কবরস্থানে নূর মোহাম্মদ চৌধুরীর জানাযার নামাজ পাঠ করান বাংলাদেশ চট্টগ্রাম থেকে আগত পীর সৈয়দ মছিউদুল্লা সাহেব। প্রসঙ্গত নূর মোহাম্মদ চৌধুরীর দুর্ঘটনা নিয়ে বিভিন্ন মহলের সন্দেহ রয়েছে। নূর মোহাম্মদ চৌধুরী পায়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে দ্রুত গতিতে বাইকচালক এসে প্রথমে তাঁকে ধাক্কা দিয়েছিল বলে অভিযোগ। তিনি রাস্তায় পড়ে গেলে বাইক চালক তার উপর দিয়ে বাইক চালিয়ে পালানোর চেষ্টা করে। এতে নূর মোহাম্মদ চৌধুরীর বুকে এবং মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলে তিনি পড়ে থাকলেও প্রথম অবস্থায় কেউ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়নি। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাঁকে হাসপাতালে নিয়েছিল। রানীরবাজার থানার পুলিশ ইচ্ছাকৃত দুর্ঘটনার মামলা নিয়ে এই ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।