Home ত্রিপুরার খবর কলকাতার বেসরকারি হাসপাতালে প্রয়াত বিধায়ক সুরজিত দত্ত; বৃহস্পতিবার সকালের বিমানে দেহ আসবে...

কলকাতার বেসরকারি হাসপাতালে প্রয়াত বিধায়ক সুরজিত দত্ত; বৃহস্পতিবার সকালের বিমানে দেহ আসবে আগরতলা।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৮ ডিসেম্বর,,

বুধবার রাতে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান শাসক দলীয় বিধায়ক সুরজিৎ দত্ত। রাত সাড়ে এগারোটার পর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন। গত কিছুদিন যাবত অসুস্থ ছিলেন রামনগরের জনদরদি নেতা হিসেবে পরিচিত বিধায়ক সুরজিত দত্ত। প্রথমে ওনাকে আগরতলা আইএএস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার আইএলএস হাসপাতালে গিয়ে বিধায়কের শারীরিক অবস্থার খবর নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উন্নত চিকিৎসার জন্য বুধবার বিধায়ক শ্রী দত্তকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল। সেই হাসপাতালে রাতে উনার মৃত্যু হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজের সামাজিক মাধ্যমে সুরজিৎ দত্তের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন। বিধায়কের মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া রয়েছে। বৃহস্পতিবার সকালের বিমানে বিধায়কের মরদেহ আগরতলায় আনা হবে বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version