প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১০ সেপ্টেম্বর,,
কলকাতার “বার্তা বাহক পুরস্কার ২০২৪” সম্মানে ভূষিত হয়েছেন রাজ্যের সুপরিচিত পূর্ণিমা প্রকাশনীর কর্ণধার পূর্ণিমা সেনগুপ্ত। গত ১৫ আগস্ট পশ্চিমবঙ্গের নদীয়াতে সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গনে বার্তা বাহক পত্রিকার উদ্যোগে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছিল। অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলেও বিশেষ কারণে সেই অনুষ্ঠানে যেতে পারেননি পূর্ণিমা সেনগুপ্ত ।মঙ্গলবার “বার্তা বাহক” পত্রিকার সম্পাদক জীবন ভট্টাচার্য ত্রিপুরায় এসে বিশালগড় স্থিত পূর্ণিমা সেনগুপ্তের বাড়িতে গিয়ে উনার হাতে পুরস্কার তুলে দেন।
প্রসঙ্গত পূর্ণিমা সেনগুপ্তের “পূর্ণিমা প্রকাশনী” থেকে রাজ্যের বিশিষ্ট পুলিশ সাহিত্যিক পরিচিত প্রণব সেনগুপ্তের বহু সংখ্যক বই প্রকাশিত হয়েছে। বিশালগড় স্থিত পূর্ণিমা প্রকাশনী রাজ্যের অন্যতম সফল একটি প্রকাশনী সংস্থা হিসেবে পরিচিত। এই প্রকাশনীর কর্ণধার পূর্ণিমা সেনগুপ্ত এর আগেও রাজ্য এবং জাতীয় স্তরে বহু সংখ্যক পুরস্কারে ভূষিত হয়েছেন।