Home ত্রিপুরার খবর আগরতলা খবর ওড়িশার রেল দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী। হাসপাতালে গিয়ে খোঁজ নিলেন আহতদের। কারণ তদন্তক্রমে দোষীদের...

ওড়িশার রেল দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী। হাসপাতালে গিয়ে খোঁজ নিলেন আহতদের। কারণ তদন্তক্রমে দোষীদের শাস্তির ঘোষনা !

0

আগরতলা,,৪জুন,,,

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ২৮৮ ছাড়িয়ে গেছে । আহতের সংখ্যা পৌঁছে গেছে ১১০০ এর উপরে। শনিবার বিকেলে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্য পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি হাসপাতালে গিয়ে আহতদের খবর নেন। রেলওয়ের তরফে হতাহতদের ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে । ভয়াবহ এই রেল দুর্ঘটনার জেরে স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান। সঠিকভাবে উদ্ধার পরিচালনার পাশাপাশি হতাহতদের ক্ষতিপূরণ এবং গোটা ঘটনার সুষ্ঠু তদন্তে বিশেষ টিম গঠন করছে কেন্দ্রীয় সরকার। তবে রেলওয়ে আধিকারিকদের বক্তব্য অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগন্যাল বিভ্রাটের কারণেই এতবড় দুর্ঘটনা সংগঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় পড়েছিল। দুটি যাত্রীবাহী ট্রেন এবং একটি মালবাহী ট্রেনে ত্রিমুখী সংঘর্ষ হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে প্রথম থেকে উদ্বেগ প্রকাশ করছিল উদ্ধারকারী দল। দুর্ঘটনার পর রাতেই শুরু হয়েছিল উদ্ধার কার্য। ট্রেনের দরজা ভেঙে ও গ্যাস কাটারের সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়। দ্রুত উদ্ধার কার্য শেষ করতে উদ্ধারে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে নামানো হয়েছে সেনাবাহিনী।

শনিবার সকালেই দুর্ঘটনা স্থলে ছুটে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ঘটনাস্থলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং নিজের প্রতিক্রিয়ায় ‘মর্মান্তিক দুর্ঘটনা ‘ বলে ব্যক্ত করেন। তিনি রেলওয়ের তরফে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। সেই সাথে দুর্ঘটনার কারণ তদন্ত করতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানান। তিনি রাজনীতির উর্ধ্বে উদ্ধারকার্যে সবাইকে গুরুত্ব দিতে আহ্বান রাখেন।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্য তদারকি করেন। তিনি হাসপাতালে গিয়ে আহতদের খবর নেন এবং মৃতদের দের বাড়িতে পাঠানোর বিষয়টিও খবর নেন। দুর্ঘটনায় উদ্ধারকার্যে এবং আহতদের চিকিৎসা ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হবে বলে জানিয়েছেন। পাশাপাশি রেল দুর্ঘটনার কারণ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সাথে ক্ষতিগ্রস্ত রেললাইন যেতে দ্রুত সারাই করা হয় তা নিয়েও রেল কর্তৃপক্ষকে নির্দেশ জারি করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version