Home জাতীয় খবর এন আই টি আগরতলার হোস্টেলে প্রশাসনিক অভিযান! ক্যান্টিন থেকে উদ্ধার বিপুল পরিমাণ...

এন আই টি আগরতলার হোস্টেলে প্রশাসনিক অভিযান! ক্যান্টিন থেকে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি গ্যাস সিলিন্ডার।

0

সংবাদ প্রতিনিধি ,,আগরতলা,,১২ সেপ্টেম্বর,,,

জিরানিয়াতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তথা এন আই টি আগরতলার হোস্টেলে উদ্ধার হল বিপুল পরিমাণ ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। হোস্টেলের ইনচার্জ ব্যবসার জন্য বেআইনিভাবে এসব ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করে আসছিলেন বলে অভিযোগ। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার কলেজের হোস্টেলে অভিযান চালায় জিরানিয়া মহকুমা প্রশাসনের খাদ্য বিভাগের আধিকারিকরা। চিফ ফুড ইন্সপেক্টর সুব্রত সাহারা নেতৃত্বে অভিযানে হোস্টেল থেকে উদ্ধার করা হয় ২০টি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। হোস্টেলের ক্যান্টিনে এসব সিলিন্ডার রান্নার কাজে ব্যবহৃত হচ্ছিল বলে অভিযোগ। প্রশাসনিক সূত্রে খবর হোস্টেলের ইনচার্জ নির্মল পান্ডে বেআইনিভাবে ব্যবসার কাজে গৃহস্থালির অর্থাৎ ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার করে আসছিলেন। প্রশাসনের অভিযানকারী দল সিলিন্ডার গুলো বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের হোস্টেলে এই ধরনের বেআইনি কাজ করার জন্য হোস্টেল কতৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে খবর।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version