Home ত্রিপুরার খবর আগরতলা খবর এডিসি উন্নয়নে অর্থ দিচ্ছে না সরকার ! অভিযোগ নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের...

এডিসি উন্নয়নে অর্থ দিচ্ছে না সরকার ! অভিযোগ নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারলেন না ‘মহারাজ’-র তিপরামথা । চললো ধর্ণা।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৬মে,,

ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনুমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তথা টিটিএডিসিকে পর্যাপ্ত পরিমাণ ফান্ড দিচ্ছে না রাজ্য সরকার। এই অভিযোগ নিয়ে শুক্রবার রাজভবনে রাজ্যপালের কাছে দেখা করতে গিয়ে ব্যর্থ হলেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সহ দলীয় নেতৃত্ব।

মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে এক প্রতিনিধি দল নিজেদের দাবি সনদ নিয়ে রাজভবনে যান রাজ্যপালের সাথে দেখা করতে। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে তা সম্ভব হয়নি। রাজ্যপাল দেখা করতে পারবেন না বলে রাজভবনে ঢুকতে দেওয়া হয়নি ‘মহারাজের’ নেতৃত্বে থাকা প্রতিনিধি দলকে।

ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাজভবনের সামনেই বিক্ষোভে বসে পড়েন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের অভিযোগ গত কয়েক মাসে যাবতই এডিসির বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তারা রাজ্যপালের কাছে দেখা করতে চাইছেন । কিন্তু রাজ্যপাল তাদের সঙ্গে দেখা করার জন্য সময় দিচ্ছেন না। রাজ্যপালের এই ধরনের ভূমিকা নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। তিনি বলেন দিল্লি এবং কলকাতার নেতারা আসলে রাজ্যপাল সঙ্গে সঙ্গে তাদের সাথে দেখা করেন। কিন্তু এডিসি এলাকা উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি নিয়ে তারা দেখা করতে চাইলেও রাজ্যপাল সময় দিচ্ছেন না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং বিমাতৃসুলভ আচরণ বলে তিনি অভিযোগ তোলেন।

কিছুক্ষণ ধর্না দেওয়ার পর প্রতিনিধি দলের সদস্যরা দাবি পত্রটি রাজ্যপালের উদ্দেশ্যে জমা করে সেখান থেকে বেরিয়ে যান। প্রসঙ্গত তিপড়া মথার অভিযোগ অর্থের অভাবে এলাকাতে পানীয় জল ,স্বাস্থ্য ,শিক্ষা , চাকরি কোন কিছুতেই উন্নয়ন সম্ভব হচ্ছে না। এইজন্যই এডিসির অভিভাবক হিসেবে রাজ্যপালের কাছে দেখা করে ডেপুটেশন দিতে চেয়েছিলেন তিপরামথা দল । পরে রাজ্যপালের সঙ্গে দেখা করতে না পেরে রাজভবনের সামনেই কিছুক্ষণ বিক্ষোভ দেখান মথা নেতৃত্ব।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version