প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১ অক্টোবর,,
দুর্গাপূজার আগে এবার এলাকার নাগরিকদের স্বস্তি দিল বোধজঙনগর নগর থানার পুলিশ। থানা পুলিশের তৎপরতায় ধরা পড়েছে তিনি কুখ্যাত চোর। ঘটনার বিবরণে জানা যায় দীর্ঘদিন যাবতই বিদ্যুৎ নিগমের সরঞ্জাম চুরির অভিযোগ ছিল বোধজঙনগর শিল্প নিগম এলাকায়। চোরের উপদ্রুপে এলাকার লোকেদের জীবন সম্পত্তি নিয়ে আতঙ্কে থাকার পাশাপাশি প্রচন্ড বিদ্যুৎ যন্ত্রণা পোহাতে হতো।অবশেষে মঙ্গলবার বিদ্যুৎ নিগমের ট্রান্সফরমার চুরির ঘটনায় তিন কুখ্যাত চোরকে গ্রেপ্তার করল বোধজঙনগর থানার পুলিশ। থানার ওসি কৃষ্ণ ধন সরকারের নেতৃত্বে পুলিশ দল ৫১/২০২৪ নম্বর মামলায় তাদেরকে আটক করেছে। ধৃত তিন জনের নাম রবীন্দ্র দেববর্মা, শংকর দেববর্মা, এবং মনীষ দেববর্মা।
জিজ্ঞাসাবাদের মাধ্যমে উদ্ধার হয়েছে ট্রান্সফরমারের যন্ত্রাংশ, এলুমিনিয়াম এবং তামার তার সহ গুরুত্বপূর্ণ সামগ্রী। উদ্ধারকৃত যন্ত্রাংশের বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। এই সমস্ত যন্ত্রাংশ বোধজঙনগর থানার শিল্প নিগম এলাকা থেকে চুরি হয়েছিল। পশ্চিম জেলা পুলিশ সুপার ডঃ কিরণ কুমার এই বিষয়ে সাংবাদিকদের সামনে তথ্য তুলে ধরেন। একইভাবে থানা পুলিশের অভিযানে বেআইনি বিলেতি উদ্ধার হয়েছে বলে জানা গেছে। পুলিশ সুপার থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন।