Home জাতীয় খবর “ইন্ডিয়া” জোট ক্ষমতায় আশা নিয়ে সংশয় মানিক সরকারের ! হতাশা বিরোধী শিবিরে।

“ইন্ডিয়া” জোট ক্ষমতায় আশা নিয়ে সংশয় মানিক সরকারের ! হতাশা বিরোধী শিবিরে।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩১ মে,,

দেশে “ইন্ডিয়া” জোট ক্ষমতায় আসা নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার। ৪ জুনের ফলাফল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে ঘুরিয়ে ফিরিয়ে ভাবাত্মক উত্তর দিলেন মানিকবাবু। এক কথায় তিনি “ইন্ডিয়া” জোটের ক্ষমতায় আসা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। জোটের ক্ষমতায় আসা নিয়ে স্পষ্ট করে নিজের কোন অভিমত ব্যক্ত করার পরিবর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিভিন্ন সংবাদ মাধ্যম এবং প্রচার মাধ্যমের মূল্যায়ন তুলে ধরে বলেন “যদি তাদের মূল্যায়ন সঠিক হয় ,তাহলে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং সরকার গঠন করতে পারবেনা।” এমনটা হলে তিনি উৎসাহিত হবেন বলে অভিমত ব্যক্ত করেন।

ইন্ডিয়া” জোট ক্ষমতায় আশা নিয়ে মানিক সরকারের প্রতিক্রিয়া । (ভিডিও বিস্তারিত দেখতে এবং গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে এই ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করুন)

প্রসঙ্গত শুক্রবার প‍্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে মার্কিন সাম্রাজ্যবাদের মদতে ইজরায়েলের হিংস্র ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আগরতলায় শান্তি মিছিল ও সভা সংগঠিত করে বামপন্থীরা। মিছিলটি সি আই টি ইউ অফিসের সামনে থেকে শুরু হয়ে প্যারাডাইস চৌমুহনীতে শেষ হয়। সেখানে এক পথসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ নেতৃত্বরা বক্তব্য রাখেন। সেই অনুষ্ঠানে সাংবাদিকরা আগামী ৪ জুনের ফলাফল নিয়ে মানিক সরকারের কাছে ওনার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেও মানিকবাবু সেখানে নিজের অভিমত ব্যক্ত করেননি। এমনকি বিরোধী “ইন্ডিয়া” জোট ক্ষমতায় আসা নিয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেননি। মাইক বাবু বলেন “আমি যেটা লক্ষ্য করছি বিভিন্ন প্রচার মাধ্যম, সংবাদমাধ্যম, বিশেষ করে রাজনীতিকে নিয়ে যারা গবেষণা করেন তাদের পরিসংখ্যান বলছে ,,, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। তারা সরকার তৈরি করতে পারবেনা।” মানিক বাবু অনেকটা সন্দেহ প্রকাশ করে বলেন “তাদের (সংশ্লিষ্ট প্রচার মাধ্যমের) এই মূল্যায়ন যদি সঠিক হয়। আমরা নিঃসন্দেহে উৎসাহিত হব। অনুপ্রাণিত হব। এটাই বাস্তবায়িত হোক। আপনাদের মত আমরাও অপেক্ষা করছি।” প্রসঙ্গত দেশে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট হয়ে গেছে। আগামীকাল ৭ দফায় সর্বশেষ ভোট পর্ব। ভোট শেষ হওয়ার পরই বিভিন্ন সংবাদ মাধ্যম ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে তাদের হিসেব-নিকেশ তুলে ধরবে। ঠিক এর প্রাক মুহূর্তে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার কেন বিরোধী “ইন্ডিয়া” জোট ক্ষমতায় আসা নিয়ে স্পষ্টভাবে নিজের অভিমত ব্যক্ত করলেন না তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। পোড় খাওয়া রাজনীতিবিদ মানিক বাবুর এই ধরনের বক্তব্য “ইন্ডিয়া” জোটের সমর্থকদের মধ্যে কিছুটা সন্দেহ এবং হতাশা তৈরি করেছে বলেই তথ্যবিজ্ঞ মহলের দাবি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version