প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৬ই আগস্ট,,
পশ্চিমবঙ্গে আর জি কর হাসপাতালে ডাক্তার ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন সহ ১৫ আগস্ট হাসপাতালে প্রতিবাদরত ডাক্তার ছাত্রদের উপর হামলার ঘটনায় ২৪ ঘন্টা দেশব্যাপী ডাক্তারদের কর্ম বিরতির ডাক দিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সংক্ষেপে আই এম এ। ১৭ আগস্ট সকাল ছয়টা থেকে ১৮ আগস্ট সকাল ছয়টা পর্যন্ত গোটা দেশব্যাপী ডাক্তাররা কর্মবিরতি পালন করবেন।

জানা গেছে গোটা দেশের সাথে ১৭ আগস্ট থেকে আমাদের রাজ্যেও ডাক্তাররা কর্মবিরতি পালন করবেন এবং স্বাভাবিক চিকিৎসা পরিষেবা বন্ধ থাকবে। তবে ইমারজেন্সি সহ হাসপাতালে ভর্তি রোগীদের পরিষেবা জারি থাকবে। আউটডোর পরিষেবা সহ ডাক্তারদের ব্যক্তিগত চেম্বার গুলো বন্ধ রাখার জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আহ্বান রাখা হয়েছে। স্বাভাবিকভাবেই আগামী ২৪ ঘন্টায় চিকিৎসা পরিষেবা বিশেষভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রসঙ্গত নয় আগস্ট কলকাতায় আর জি কর হাসপাতালে এক দ্বিতীয় বর্ষের পিজি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করে গলা টিপে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় পুলিশ তদন্তে বিভিন্ন ধরনের গাফিলতির অভিযোগ রয়েছে। ১৩ আগস্ট উচ্চ আদালতের নির্দেশে বিষয়টি সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সিবিআই দায়িত্ব নিয়ে ঘটনাস্থলে তদন্ত শুরু করার আগেই ১৫ আগস্ট একদল হামলাকারি নির্দিষ্ট হাসপাতালে ঘটনাস্থলে (ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনাস্থলে) হামলা করে গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করে দেয় বলে অভিযোগ। স্বাধীনতা দিবসের দিন হাসপাতালে সঙ্ঘবদ্ধ হামলায় সেখানে প্রতিবাদ কবরস্থানে থাকা অনেক ডাক্তার ছাত্র-ছাত্রী আহত হয়। সেসব ঘটনার প্রতিবাদেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দেশব্যাপী কর্মবিরতির ডাক দিয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে আরজি কর হাসপাতাল সহ দেশের বিভিন্ন রাজ্যে চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ নির্দেশে জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক। নির্দেশে বলা হয়েছে যে কোন প্রতিষ্ঠানে স্বাস্থ্য কর্মীদের উপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সর্বময়কর্তাকে ৬ ঘন্টার মধ্যে থানায় এফ আই আর জানাতে হবে। চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই নির্দেশ জারি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিষেবার অধিকর্তা ডাক্তার অতুল গোয়েল।