প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১০ জুন,,
নিজের আট বছরের ছেলে সন্তানকে পিটিয়ে খুন করলেন এক জন্মদাত্রী মা। রোমহর্ষক এই ঘটনা সোমবার সন্ধ্যায় আগরতলার পশ্চিম থানাধীন পশ্চিম জয়নগরে। মৃত শিশুর নাম রাজদীপ গোয়ালা। তাঁর বাবার নাম রাম গোয়ালা। খুনি মায়ের নাম সুপ্রভা গোয়ালা । তাদের নিজস্ব বাড়ি কৈলাশহরে। রাজদীপ গোয়ালার বাবা অনেক আগেই তাঁকে এবং তাঁর মাকে পথে ছেড়ে দেয়। সুপ্রভা গোয়ালা এই ছেলেকে নিয়ে ১৪ দিন আগে আগরতলার পশ্চিম জয়নগরে ভাড়া এসেছিলেন। এই ভাড়া বাড়িতেই সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ তিনি নিজের ছেলেকে দড়ি দিয়ে বেঁধে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করেছেন তিনি।
সাংবাদিকদের কাছে সুপ্রভাত গোয়াল ছেলেকে খুনের স্বীকারোক্তি দিয়েছেন। তিনি পাথরের মত ছেলের মৃতদেহের পাশে বসে ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি বলেন ছেলে তাকে অসহ্য যন্ত্রণা দিত। ছেলের জন্য তিনি কাজে যেতে পারতেন না। বাড়ির টাকা পয়সা চুরি করে নিত আট বছরের রাজদীপ। কাজের স্থলে নিয়ে গেলে এই ছেলেকে নিয়ে তিনি যন্ত্রণায় পড়তেন। যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি ছেলেকে খুন করেছেন বলে জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ এবং বিশাল টিএসআর বাহিনী সেখানে ছুটে যায়। খুনি সুপ্রভা গোয়ালা বলেন ছেলেকে হত্যার জন্য ফাঁসির সাজা পেলেও তার কোন আপত্তি নেই। প্রসঙ্গত সুপ্রভা গোয়ালার একজন বিবাহিত মেয়ে সন্তানও রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে খুনি মাকে গ্রেফতার করেছে।