সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৫ ডিসেম্বর,,
আগরতলা থেকে ইকফাই কলেজের এক ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ইকফাই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী কোয়েল ঘোষ নিজের ইচ্ছায় কোথাও চলে গেছে নাকি তাকে অপহরণ করা হয়েছে তা নিয়ে সন্ধিহান রয়েছেন পরিবারের লোকজন । ছাত্রীর পরিবার গত তিনদিন আগে বিষয়টি জানিয়ে আগরতলা পূর্ব মহিলা থানায় লিখিতভাবে নিখোঁজ ডায়েরি করলেও পুলিশ কোন ভূমিকা দিচ্ছে না বলে অভিযোগ। পরবর্তীকালে মঙ্গলবার সন্ধ্যা থেকে সেই মেয়ের বিয়ের খবর ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সামাজিক মাধ্যমে একটি বিয়ের অনুষ্ঠানের ছবিসহ দাবি করা হচ্ছে কোয়েল মল্লিক নাকি কলকাতা গিয়ে বিয়ে করেছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ছবি
ঘটনার বিবরণে জানা যায় কোয়েল ঘোষের (২০) বাড়ি কমলপুর নোয়াগাঁও। কোয়েল ঘোষ সিধাই মোহনপুর কামালঘাটে ভাড়া থেকে ইকফাই কলেজে পড়াশোনা করতো। ২ ডিসেম্বর সে আগরতলা সংলগ্ন যোগেন্দ্রনগরের এক নিকট আত্মীয় বাড়িতে যায়। সেখান থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি। ২৪ ঘন্টা যাবৎ তার কোন খোঁজ খবর না পেয়ে নিখোঁজ ছাত্রীর মা পূর্ব মহিলা থানায় লিখিতভাবে অভিযোগ করেন। ঘটনার তিনদিন বাদে মঙ্গলবার সামাজিক মাধ্যমে সেই মেয়ের বিয়ের খবর ভাইরাল হয়েছে।