প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২২ সেপ্টেম্বর,,
আগরতলায় আসছে ২৫০০ সিসি ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক বাইক। এই বাইক আগামী মাসে আগরতলার রেশম বাগানে ট্রায়াম্ফ এর শোরুমে পাওয়া যাবে। রবিবার রেশম বাগানে সেনগুপ্ত মোটরর্স ট্রায়াম্ফ-র শোরুমের উদ্বোধন করে এই কথা বলেন সেনগুপ্ত মোটরর্সের কর্নধার অভীক সেনগুপ্ত।
অভীক সেনগুপ্ত বলেন বাজাজের সাথে কুলাবারেশনে বাজারে এই বাইক আনা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির ট্রায়াম্ফ কোম্পানির ৪০০সিসি থেকে শুরু করে ২৫০০ সিসি পর্যন্ত ক্ষমতাশালী বাইক রয়েছে। বিশ্বের বাজারে একমাত্র এই কোম্পানিই এত ক্ষমতাশালী বাইক নিয়ে এসেছে বলে তিনি দাবি করেছেন। এই বাইকে সহজেই যুবক অংশের মন কেড়ে নেবে বলে দাবি করা হচ্ছে। এসব বাইকের বাজার মূল্য ২ লক্ষ ৭০ হাজার থেকে শুরু হয়েছে। তবে সেনগুপ্ত মোটরস থেকে মাত্র ৩৫ হাজার টাকা ডাউন মানি দিয়েই পছন্দের এই বাইক কিস্তিতে নেওয়ার সুবিধা রয়েছে।