আগরতলা,, ২২ নভেম্বর,,
বৃহস্পতিবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে সূচনা হলো ৭ দিনব্যাপী হেরিটেজ ফেষ্ট । যুব বিকাশ কেন্দ্র আয়োজিত এই উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায় সহ প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিনিধিরা। সাত দিনব্যাপী এই ঐতিহ্য উৎসবে নেশা মুক্ত ত্রিপুরা এবং নেশা মুক্ত ভারতের স্লোগানকে প্রাধান্য দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত প্রতিনিধিরা তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির পোশাক, খাদ্য সহ বিভিন্ন স্টল নিয়ে অংশ নিয়েছেন। সাত দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক দল আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান