প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১২ জানুয়ারি,,
রবিবার ছিল স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী তথা জাতীয় যুব দিবস। রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে দিনটি স্মরণ করা হয়। স্বামীজীর জন্মদিন উপলক্ষে আগরতলা ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এবং স্বামীজীর আদর্শের বার্তা ছড়িয়ে দেন।
একইভাবে স্বামীজীর জন্ম জয়ন্তী উপলক্ষে পুরাতন আগরতলা ব্লকের হল ঘরে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। বিধায়ক শ্রী চক্রবর্তী স্বামীজির রাতুল চরনে পুষ্পার্ঘ্য অর্পণকরেন এবং স্বামীজীর আদর্শ নিয়ে বক্তব্য রাখেন।
স্বামীজীর জন্ম জয়ন্তী উপলক্ষে রামকৃষ্ণ মিশন বিবেক নগর আগরতলার উদ্যোগে বিবেক উদ্যান চিলড্রেন পার্কে একটি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পরে তিনি মশাল জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করন। এছাড়া উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিবেকনগরের সেক্রেটারি স্বামী শুভকারানন্দ মহারাজ, প্রাক্তন বিচারপতি স্বপন দাস সহ অন্যান্যরা।
টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যুব যাত্রা অনুষ্ঠিত হয় আগরতলাতে । আগরতলার উমাকান্ত ময়দান থেকে একটি সাইকেল রেলি অনুষ্ঠিত হয় যা শেষ হয় স্বামী বিবেকানন্দ ময়দানে ।
অন্যদিকে স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস উপলক্ষে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবির অনুষ্ঠানে বামপন্থী যুবকরা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে স্বামীজীর মানবসেবার বার্তা ছাড়িয়ে দেন।