সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ৫ জানুয়ারি,,
বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা ৫০ লক্ষ টাকা থাকে বাড়িয়ে ৭৫ লক্ষ টাকা করল বিজেপি জোট সরকার। শুক্রবার ত্রিপুরার ত্রয়োদশ বিধানসভা অধিবেশনের শুরুতে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এতদিন বিধায়ক উন্নয়ন তহবিলে বছরে অর্থ ধরা ছিল ৫০ লক্ষ টাকা। রাজ্যের ৬০ জন বিধায়ক নিজেদের এলাকার উন্নয়ন সহ নির্দিষ্ট কিছু খাতে এই টাকা খরচ করতে পারতেন। কিন্তু এলাকার উন্নয়নে এই টাকা মোটেও পর্যাপ্ত ছিল না। তাই দীর্ঘদিন ধরেই বিধায়ক উন্নয়নের অর্থ বাড়ানোর দাবি উঠেছিল। অবশেষে সরকারি সিদ্ধান্তক্রমে ২৫ লক্ষ টাকা বাড়িয়ে বিধায়ক উন্নয়ন তহবিলে বরাদ্দ করা হয়েছে ৭৫ লক্ষ টাকা। ২০২৪-২৫ অর্থবছর থেকে এই বর্ধিত টাকা কার্যকর করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর জন্য অতিরিক্ত পনের কোটি টাকা খরচ হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রসঙ্গত শুক্রবার থেকে শুরু হয়েছে ত্রিপুরার পাঁচ দিন ব্যাপী বিধানসভা অধিবেশন। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হওয়ার পর এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।