Home জাতীয় খবর অভাবের তাড়না ! জঙ্গলের জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ৫ এল এফ টি...

অভাবের তাড়না ! জঙ্গলের জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ৫ এল এফ টি সদস্য

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৮ আগস্ট,,,
অভাবের তাড়নায় বৈরী জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসল ত্রিপুরার নিষিদ্ধ এন এল এফ টি বিশ্বমোহন গোষ্ঠীর পাঁচ সদস্য। বাংলাদেশে থাকা এন এল এফ টি ক্যাম্প থেকে পালিয়ে এসে শুক্রবার রাতে তারা ত্রিপুরা পুলিশের কাছে আত্মসমর্পণ করে । গোপনে তারা প্রথমে ছাউমনু থানার ওসি ইন্সপেক্টর রাজু দত্তের সাথে যোগাযোগ করে। পরে থানায় এসে লংতরাই ভ্যালি মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার কাছে আত্মসমর্পণ করে। রাতে ত্রিপুরা পুলিশ প্রেস বিজ্ঞপ্তি জারি করে রাতে এই বিষয়টি জানায়।

পুলিশের বিবরণ অনুযায়ী তারা লংতরাই ভ্যালি ছাউমনু থানার পুলিশের হাতে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকারী পাঁচ জঙ্গি সদস্যের নাম কান্তা মোহন ত্রিপুরা (৪৫), গর্ত জয় ত্রিপুরা (২৩), মনসুবর ত্রিপুরা (২৫), নক্ষত্র দেববর্মা (৩৮) এবং ইমঙ দেববর্মা (২০)।

তারা দেড় বছর আগে বৈরী সংগঠনে যোগ দিয়েছিল। তাদেরকে জিজ্ঞাসা বাতির মাধ্যমে এন এল এফ টি বরী সংগঠনের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে বলে পুলিশের বিবরণ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version