প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২০ জুলাই,,
বর্তমান জোট সরকারের ইতিবাচক পদক্ষেপে ভালো রয়েছেন রাজ্যের ইটভাট্টার মালিক এবং শ্রমিক শ্রেণী। ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগমের তৎপরতায় ইট ভাট্টা গুলিতে পর্যাপ্ত পরিমাণ কয়লা আমদানির পাশাপাশি ভাট্টার পরিযায়ী শ্রমিকদের স্বার্থে রয়েছে একাধিক প্রকল্প। পাশাপাশি বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেতৃত্বে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে উৎসাহিত রয়েছেন রাজ্যের ইট ভাট্টি মালিকপক্ষ। কারণ সরকারি প্রকল্পে যে সমস্ত নির্মাণ হবে সেগুলিতে প্রচুর ইটের প্রয়োজন রয়েছে। এই চাহিদা পূরণে রাজ্যের ইটভাট্টাগুলিতে মালিক এবং শ্রমিক উভয় শ্রেণী উপকৃত হবেন। শনিবার আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত ‘ত্রিপুরা ব্রীক্ ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের’ ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে এই কথা বলেন নবগঠিত এডহক কমিটির কনভেনার বিশ্বজিৎ রায়।
কনভেনার বিশ্বজিৎ রায় বলেন কোভিড চলাকালীন সময়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও ইট ভাট্টা মালিক এবং শ্রমিকদের বিশেষভাবে সহযোগিতা করেছিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কোভিড সময়ে বিশেষ রেলের ব্যবস্থা করে রাজ্যের ভাট্টা গুলিতে কর্মরত পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠিয়েছিলেন । একইভাবে বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যের নিজস্ব এই শিল্পকে সক্রিয় রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করছেন। তিনি বর্তমান সরকারের উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন । প্রসঙ্গত নিয়ম মেনে এদিন সম্মেলন শেষে সংগঠনের নতুন কমিটি গঠন হওয়ার কথা ছিল। কিন্তু বিগত বছরে কমিটির একাধিক কর্মকর্তার প্রতি ভাট্টা মালিকদের মধ্যে কিছু অভাব অভিযোগ এবং ক্ষোভ রয়েছে। অনেকে কাজ না করেও চেয়ার দখল করে রেখেছেন বলে অভিযোগ। তাদের নেতিবাচক চিন্তাধারায় বর্তমান সময়ে ইট মালিকরা সঠিকভাবে নিজেদের দাবি-দাওয়া রাজ্য সরকারের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছেন না। সংগঠনের অধিকাংশ চাইছেন নতুন কমিটিতে দায়িত্বশীল এবং প্রভাবশালীদের জায়গা করে দিয়ে সংগঠনের শক্তি বৃদ্ধি করার জন্য। কিন্তু তারপরও পূর্বতন কমিটির একাংশ ক্ষমতা ছাড়তে চাইছেন না বলে অভিযোগ। সেই ক্ষোভের কারণে প্রথম পর্বের পর সংগঠনের অনেকে সম্মেলন ছেড়ে বেড়িয়ে যান। সবাই উপস্থিত না থাকায় এদিন পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন হয়নি। এদিন সর্ব সিদ্ধান্তক্রমে বিশ্বজিৎ রায়কে কনভেনার করে ১৩ জনের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কো-কনভেনার রয়েছেন জগন্নাথ পাল, বিবেকানন্দ চৌধুরী সহ অন্যান্যরা। রয়েছেন পূর্বতন কমিটির একাধিক সদস্য। আগামী কিছুদিনের মধ্যেই এডহক কমিটির তত্ত্বাবধানে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।