Home ত্রিপুরার খবর ৭৮ লক্ষ টাকা ব্যায়ে লিফ্ট নির্মাণ; মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রেসক্লাবের।

৭৮ লক্ষ টাকা ব্যায়ে লিফ্ট নির্মাণ; মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রেসক্লাবের।

0

আগরতলা,, ৬ অক্টোবর,, ত্রিপুরা সরকার আগরতলা প্রেস ক্লাবে একটি লিফ্ট বসানোর সিদ্বান্ত নিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন যে, ৭৮ লক্ষ টাকা ব্যায়ে এই লিফ্টটি বসানো হবে। একসঙ্গে ১৩ জন এই লিফ্ট ব্যবহার করে উঠা-নামা করতে পারবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের জন্য আগরতলা প্রেস ক্লাব মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছে। প্রেস ক্লাবের সকল সদস্য সদস্যা সহ সকল স্তরের সাংবাদিকরা এই সিদ্ধান্তে আপ্লুত। বর্তমান কার্যকরী কমিটির সদস্যরা নির্বাচিত হওয়ার অব্যবহিত পরেই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ক্লাবে লিফ্ট বসানোর দাবি রেখেছিলেন। এরপর মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে লিফ্ট বসানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আগরতলা প্রেস ক্লাবে লিফ্ট বসে গেলে চারতলার ছাদটিকে যথাযথভাবে ব্যবহার করা যাবে। প্রবীণ সদস্যরা তখন যেকোনো তলায় অনায়াসে যাতায়াত করতে পারবেন।মুখ্যমন্ত্রীর এই সদর্থক ভূমিকার জন্য উনাকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আবারো উষ্ণ অভিনন্দন জানিয়ে এই আশা রাখছি যে আগামী দিনেও মুখ্যমন্ত্রী সাংবাদিকদের ন্যায্য দাবিগুলো পূরণ করবেন। আগরতলা প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দে এক্সপ্রেস বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version