Home জাতীয় খবর হর ঘর তিরঙ্গা কর্মসূচি; পুর নিগম এবং ৯৫ রেড এফএম-র উদ্যোগে বিশেষ...

হর ঘর তিরঙ্গা কর্মসূচি; পুর নিগম এবং ৯৫ রেড এফএম-র উদ্যোগে বিশেষ অনুষ্ঠান।

0
Oplus_0

আগরতলা,, ১৪ আগস্ট,,

স্বাধীনতার প্রাকলগ্নে আগরতলা পুরনিগম এবং সুপারহিটস্ ৯৫ রেড এফএম -র যৌথ উদ্যোগে এমবিবি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় হর ঘর তিরঙ্গা কর্মসূচি অঙ্গ হিসেবে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, জোনাল চেয়ারপার্সন সুখময় সাহা এবং পুরো নিগমের অতিরিক্ত কমিশনার মোঃ সাজাদ পি। অনুষ্ঠানে শুরুতে নৃত্য পরিবেশন করে মডার্ন ডান্স একাডেমির শিশু শিল্পীরা। মেয়র দীপক মজুমদার স্বাধীনতার পূন্যলগ্নে উপস্থিত সবাইকে এবং সমগ্র রাজ্যবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা বার্তা দিয়ে ১৩-১৫ ই আগস্ট পর্যন্ত সব বাড়িতে পতাকা উত্তোলন করার জন্য আহ্বান জানান। সাথে নিজের শহরকে পরিস্কার রাখা এবং সবার সঠিক দ্বায়িত্ব পালনের আহ্বান রাখেন।আগরতলা পুরনিগমের পক্ষ থেকে কদিন আগেই এক ক্যুইজ কম্পিটিশন করা হয়েছিল, এই অনুষ্ঠানে সেই ক্যুইজ কম্পিটিশনের বিজয়ীদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।পরে রেড এফ.এম-এর পক্ষ থেকে উপস্থিত সবাইকে নিয়ে সরাসরি কুইজ প্রতিযোগিতা করেন আর জে জো।অনুষ্ঠানের সাথে যুক্ত সকলকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ ধন্যবাদ রাজ্যের বিশিষ্ট ইনফ্লুয়েসার ফুড ব্লগার ডক্টর তিস্তা কে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্যনিয়ছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version