Home জাতীয় খবর সংসদে পেশ হলো বাজেট ২০২৪; বিকশিত ভারতের বাজেট বলে প্রশংসা প্রধানমন্ত্রীর।

সংসদে পেশ হলো বাজেট ২০২৪; বিকশিত ভারতের বাজেট বলে প্রশংসা প্রধানমন্ত্রীর।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, ২৪ জুলাই,,

মঙ্গলবার ২৩ জুলাই পেশ হল কেন্দ্রীয় বাজেট ২০২৪। সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । বাজেট পেশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন এই বাজেট “বিকশিত ভারতের বাজেট।” অন্যদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই বাজেটকে ‘কুর্সি বাঁচাও’ বাজেট হিসেবে উল্লেখ করেন। বাজেট পেশ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন এই বাজেট নতুন মধ্যবিত্তের ক্ষমতায়নের বাজেট।’ বাজেট থেকে যুব, মহিলা,মধ্যবিত্ত অংশের মানুষ সহ সমাজের সমস্ত অংশের লোক উপকৃত হবেন বলে দাবি করা হচ্ছে। বাজেটে বিশেষভাবে উপকৃত হয়েছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর জন্য ১৫ হাজার কোটি টাকা ঘোষণা করা হয়েছে। পূর্ব ভারতের জন্য ঘোষণা করা হল একাধিক এক্সপ্রেসওয়ে। সরকার আমদানি শুল্ক কমিয়ে দেওয়াতে দাম কমছে সোনা, রুপো, মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্য, সৌর বিদ্যুতের। ক্যানসারের জীবনদায়ী তিনটি ওষুধের শুল্কেও ছাড় দেওয়া হবে। তবে সরকার আমদানি শুল্ক বৃদ্ধি করাতে আগামী দিনে দাম বাড়তে পারে পিভিসি এবং প্লাস্টিকজাত দ্রব্যের।এছাড়াও বাজেটে পর্যটন শিল্পকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার কথা বলেছেন অর্থমন্ত্রী। পর্যটন সংক্রান্ত অধিকাংশ প্রকল্পই যেতে চলেছে বিহারে। সাজানো হবে বুদ্ধগয়া, রাজগির এবং নালন্দাকে। মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় দিচ্ছে কেন্দ্র। এছাড়াও এক কোটি যুবক যুবতী চাকরির ক্ষেত্রে ইন্টার্নশিপে উপকৃত হবেন ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version